1

রায়পুরে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে কাজল হোসেন (১২) নামের এক প্রতিবন্ধী শিশুর মুত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রৌসন আলী বেপারী বাড়ির সামনের এ দুর্ঘটনা ঘটে।

কাজল একই এলাকার দুলাল মিয়ার ছেলে। সে জন্ম থেকে প্রতিবন্ধী ছিলো।

স্থানীয়রা জানান, তিন মাস আগ থেকে রায়পুর পল্লী বিদ্যুৎ সংযোগের কাজ করে।

সকালে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮ টার দিকে বিদ্যুতের ওই ছেড়া তারে জড়িয়ে কাজলের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য নিহতের স্বজনরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাকে দায়ী করেছেন।

এ ব্যাপারে চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান জানান, রায়পুর পল্লীবিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যে অবহেলার কারণেই সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কাজল মারা যায়। তাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী আমাকে জানায় জানান, এ ছেড়া তাদের বিষয়টি তাৎক্ষণিক রাখালিয়া পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অভিযোগ করা হয়। এরপরও তার না সরানোর কারণে এ দুর্ঘটনা হয়।

রায়পুর পল্লীবিদ্যুৎ সমিতির (ডিজিএম) শেখ মোনোয়ার মোর্শেদ জানান, সকালে প্রচুর বাতাসের কারণে সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা তার ছিড়ে যায়। ওই তারে জড়িয়ে এক শিশু মারা গেছে। বিষয়টি তিনি শুনেছেন। তবে ছেড়া তারের বিষয়ে কেউ তাকে অভিযোগ করেনি। বিদ্যুৎ কর্মচারীদের কর্তব্যে অবহেলার মৃত্যু হয়েছে অভিযোগটি সঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। করলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।