বাগেরহাটের রামপালে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল দুপুরে রামপাল উপজেলার কুমলাই গ্রামের তালুকদার বাড়ীর পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
কুমলাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক তালুকদার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রামাপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আব্দুলাহ ফকিরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, শীত নিবারণের সামর্থ নেই এমন গরীব দুস্থ, অসহায়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কুমলাই গ্রামের তালুকদার বাড়ীর সদস্যদের মতো সমাজের বিত্তমানদের প্রতি আহবান জানান।
এসময়ে তিনি তালুকদার বাড়ীর মসজিদ নির্মানে আরো এক লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।