দৈনিক যুগান্তর পত্রিকার রামপাল উপজেলা প্রতিনিধি সুজন মজুমদারের উপর হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় বুধবার বেলা ১২ টায় রামপাল থানায় একটি সাধারন ডায়েরীর আবেদন করা হয়েছে। গত ২২ মে দৈনিক যুগান্তর পত্রিকায় করোনা সংক্রান্ত একটি খবর প্রকাশ করাকে কেন্দ্র করে এ হামলা ও অপহরন চেষ্টার ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার হুড়কা গ্রামের গঙ্গাধর মজুমদারের পুত্র সাংবাদিক সুজন মজুমদার মঙ্গলবার সন্ধায় অসুস্থ্য পিতার জন্য স্থানীয় ঝলমলিয়া দীঘিরপাড় থেকে ঔষধ নিয়ে বাড়িতে ফেরার পথে সত্যজিৎ বিশ্বাস ও তার পুত্র নিত্য বিশ্বাস ফাঁকা রাস্তার উপর পথরোধ করে। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির এক পর্যায়ে তাকে অপহরনের চেষ্টা করে। সাংবাদিক সুজনের ডাকচিৎকারে আশপাশের লোক ছুটে আসতে দেখে তাকে হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি লিখিত আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।