রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিতুর রহমানের বিরুদ্ধে সরকারি পুকুর এবং সরকারি জায়গা দখল করে মৎস্য চাষ এবং লিজ ঘের বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের মৃত নুর মোহাম্মাদের পুত্র আশ্বাব আলী রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, জেএল ২৯নং সিকিরডাঙ্গা মৌজার ১৩ ও ২৫ খতিয়ানের ৫৯৭, ৫৯৫ বাটা ৭৫৪, ৫১৬, ৫১৪ দাগের মোট জমির পরিমান ৩ একর। প্রতিপক্ষগণ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে। দীর্ঘদিন ধরে এলাকার জনৈক মনিসহ বেশ কয়েকজন তার জমি জোরপূর্বক দখলে নিয়ে মাছ চাষ করে আসছে। আদালতের দুইটি রায় থাকার পরও মহিতুর মেম্বর ৫৩ শতক জমির বেশ কিছু অংশ দখলে নিয়ে একই গ্রামের ডালিম এর কাছ থেকে টাকা নিয়ে ঘের বিক্রি করে দেন। এছাড়াও ওই আওয়ামী লীগ নেতা আবাসনের অনুমান ৫/৬ বিঘার একটি পুকুর তার দখলে নিয়ে মাছ চাষ করে আশার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা অভিযোগ করে ও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ মহিতুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে জানান, অভিযোগ সত্য নয়। ডালিম এর কাছ থেকে যে টাকা নিয়েছিলাম স্কুলে কাজ করার জন্য তা ফেতৎ দেওয়া হবে।
সরকারি পুকুর দখলে রেখে মাছ চাষের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন অন্য লোকের দখলে ছিল। আমি সেটি দখল মুক্ত করেছি, তবে পুকুর পাড়ে বড় ঘর বেঁধে সেখানে তার ব্যবসায়ের মালামাল রাখার বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সহকারী কমিশনার (ভৃমি) কর্তকর্তাকে লিখিতভাবে বলা হয়েছে।