সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল অংশীজনের সভা অনুষ্ঠিত বাগেরহাটে সিটিজেন টাউন হল মিটিং অনুষ্ঠিত বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা বাগেরহাটে সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু বাগেরহাটে ই-জিপি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সমন্বয় করে কাজ করলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না -মহাপরিচালক, এনজিও ব্যুরো কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পিএইচডি ডিগ্রি অর্জন বাগেরহাটে জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা ( ভিডিও) বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচী




রামপালে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি পুকুরে মাছ চাষের অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২০

রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিতুর রহমানের বিরুদ্ধে সরকারি পুকুর এবং সরকারি জায়গা দখল করে মৎস্য চাষ এবং লিজ ঘের বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের মৃত নুর মোহাম্মাদের পুত্র আশ্বাব আলী রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা গেছে, জেএল ২৯নং সিকিরডাঙ্গা মৌজার ১৩ ও ২৫ খতিয়ানের ৫৯৭, ৫৯৫ বাটা ৭৫৪, ৫১৬, ৫১৪ দাগের মোট জমির পরিমান ৩ একর। প্রতিপক্ষগণ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে। দীর্ঘদিন ধরে এলাকার জনৈক মনিসহ বেশ কয়েকজন তার জমি জোরপূর্বক দখলে নিয়ে মাছ চাষ করে আসছে। আদালতের দুইটি রায় থাকার পরও মহিতুর মেম্বর ৫৩ শতক জমির বেশ কিছু অংশ দখলে নিয়ে একই গ্রামের ডালিম এর কাছ থেকে টাকা নিয়ে ঘের বিক্রি করে দেন। এছাড়াও ওই আওয়ামী লীগ নেতা আবাসনের অনুমান ৫/৬ বিঘার একটি পুকুর তার দখলে নিয়ে মাছ চাষ করে আশার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা অভিযোগ করে ও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ মহিতুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে জানান, অভিযোগ সত্য নয়। ডালিম এর কাছ থেকে যে টাকা নিয়েছিলাম স্কুলে কাজ করার জন্য তা ফেতৎ দেওয়া হবে।

সরকারি পুকুর দখলে রেখে মাছ চাষের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন অন্য লোকের দখলে ছিল। আমি সেটি দখল মুক্ত করেছি, তবে পুকুর পাড়ে বড় ঘর বেঁধে সেখানে তার ব্যবসায়ের মালামাল রাখার বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি  বলেন, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সহকারী কমিশনার (ভৃমি) কর্তকর্তাকে লিখিতভাবে বলা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765