বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। শনিবার বিকালে চুলকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আহুত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।
শেখ জাকির হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘আমার পারিবারিক ও শারীরিক নানা অসুস্থতার কারনে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারছি না। যে কারণে আমি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিচ্ছি।’
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, শেখ জাকির হোসেনের ভাই শেখ রাজিব হোসেন আপেল, কর্মি সেলিম মোল্লা, শেখ বাবু ও মোঃ হাসান আলী প্রমুখ।
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে রাখালগাছি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শেখ জাকির হোসেন নির্বাচন থেকে সরে দাড়ানোয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু শামীম আছনুর আর কোন প্রতিদ্বন্দী রইল না।