বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রদ্ধা কাপুর। তার অভিনীত দুই ছবি ‘সাহো’ এবং ‘ছিছোরে’ বক্স অফিসে ঝড় তোলার পর তার কাছে আসছে একের পর এক ছবির অফার।
এর প্রেক্ষিতে পরিচালক লাভ রঞ্জনের আগামী ছবিতে অজয় দেবগন ও রণবীর কাপুরের বিপরীতে শ্রদ্ধাকেও ভাবা হয়েছিলো। কিন্তু এর মাঝে খবর বেরিয়েছে, সেই ছবিতে ‘না’বলে দিয়েছেন তিনি। আর শ্রদ্ধার হঠাৎ এমন সিদ্ধান্তের বিষয়ে হতবাক সবাই।
জানা গেছে, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি রুপি বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে শ্রদ্ধাকে। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি ‘রামায়নে’-এ সীতা চরিত্রের অফার এসেছে তার কাছে।
এর আগে শ্রদ্ধা শেষ ছবি ‘ছিছোরে’-এর পরিচালকও ছিলেন নীতেশ তিওয়ারি। অনেকেই বলাবলি করছেন, নীতেশের সঙ্গে শ্রদ্ধার বোঝাপড়া পাকাপোক্ত হওয়ায় হয়তো তিনি রনবীরের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
শ্রদ্ধা কাপুরের পরবর্তী ছবি রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।