বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন




যেসব দাবিতে ধর্মঘটে টাইগাররা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেটও রয়েছে। তবে বয়সভিত্তিক ক্রিকেটকে এর আওতার বাইরে রাখা হয়েছে।

সোমবার বিকালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান খেলোয়াড়রা। এতে ১১ দফা দাবি পেশ করেন সাকিব-তামিমরা।দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান তারা।

ক্রিকেটারদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন,খেলোয়াড়দের বেতন-ভাতা বৃদ্ধি, জাতীয় ও প্রিমিয়ার লিগে (এনসিএল, বিপিএল, ডিপিএল) সুযোগ সুবিধা বৃদ্ধি, পাতানো ম্যাচ বন্ধে পরিকল্পনা প্রণয়ন, এনসিএলে ওয়ানডে ভার্সন নিয়ে আসা, ঘরোয়া মৌসুমের একটি সুষ্ঠু ক্যালেন্ডার তৈরি করা ইত্যাদি।

এসময় মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি,সাব্বির রহমান, লিটন দাসসহ জাতীয় দলের আরো অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ঘরোয়া ক্রিকেটাররাও। তবে মাশরাফি বিন মুর্তজা এ প্রতিবাদে যোগ দেননি।

তাদের মূখ্য দাবি,আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে ম্যাচ ফি বাড়াতে হবে। বিপিএল, ডিপিএলে আগের মতোই পারিশ্রমিক দিতে হবে। এনসিএলের ম্যাচ ফি ১ লাখ করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এরই মধ্যে দাবি-দাওয়াগুলো তুলে ধরা হয়েছে। সেগুলো না মানা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি প্রথা বিলুপ্ত করে দিয়েছে বিসিবি। ফলে পেশাদার ক্রিকেটারদের রোজগার কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের পারিশ্রমিক কমেছে। এবারের জাতীয় লিগে (এনসিএল) খেলোয়াড়দের প্রারিশ্রমিকসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেয় বোর্ড। তবে সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

স্বভাবতই ক্ষুব্ধ বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। এসবের প্রতিবাদে দুপুরে বোর্ড একাডেমি ভবনের সামনে এসে জমায়েত হন তারা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান খেলোয়াড়রা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765