1

যশোর ও খুলনায় ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু

খুলনা ও যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ও মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তারা মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রহিমা বেগম (৪৩) মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি মারা যান। রহিমা বেগম তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী। এ নিয়ে খুলনায় গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হলো।

অন্যদিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার জাহিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গু নিয়ে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে, গতকাল মঙ্গলবার জাহানারা নামে আরও এক ডেঙ্গু রোগী এ হাসপাতালে মারা যান। তার বাড়িও মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামে। এ নিয়ে গত ২১ জুলাই থেকে এ পর্যন্ত যশোরে ৫ জন ডেঙ্গু রোগী মারা গেলেন।

যশোর জেনারেল হাসপাতাল থেকে জানানো হয়েছে, এ হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এই সময়ে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৮৫ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ১০৯ জন ডেঙ্গু রোগী।