1

ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় শিশুকন্যার মৃত্যু

বাড়ির সামনের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় কোয়ার্টার থেকে ম্যাজিস্ট্রেটকে নিতে আসা একটি সরকারি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতেই শিশুর সব শেষ হয়ে যায়। ঘটনাটি ঘটে খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারি স্টাফ কোয়ার্টার এলাকায়।

নিহত শিশুর নাম রাফিয়া। দেড় বছর বয়স তার। বাবা শেখ ফরিদ বাদল চটপটি বিক্রি করে সংসার চালান। আর মা শাহিনা বেগম গৃহবধূ। দুই ছেলের মধ্যে সবার ছোট সে।

এলাকাবাসী জানায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময়ে ওই মাইক্রোবাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন রাফিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, শিশুটির বাবা তাদের নিজ বাড়ি ভোলা থেকে এসে পৌছলেই মামলা গ্রহণ করা হবে। এরপর গাড়িচালককে গ্রেফতারসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবেশী স্কুল শিক্ষিকা রুপা মল্লিক জানান, রাফিয়ার বাবা ভাড়া থাকতো আমার পাশের বাড়িতেই। রাফিয়াকে আমি অনেক আদর করতাম। দুই ছেলে পড়ে নিকটবর্তীটি এন্ডটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই কারণে প্রায়ই দেখা হতো শিশু রাফিয়ার সঙ্গে। প্রতিদিন শুনতাম মেয়েকে আদর করে বের না হলে বাবার নাকি ব্যবসাই জমে না। কিন্তু, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ জরুরি প্রয়োজনে বাবা গ্রামের বাড়ী ভোলায়, আর এদিকে সেই রাফিয়া চলে গেলো না ফেরার দেশে। সকালে একা ঘর থেকে মাকে ফাঁকি দিয়ে বাইরে এসেছিল সে। হঠাৎ একটা গাড়ির ধাক্কা তাকে চিরজীবনের জন্য বাবা-মায়ের বুক থেকে কেড়ে নিল।