করোনা সংক্রমন রোধে কর্মহীন বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় ৫ হাজার অসচ্ছল পরিবারে জরুরি খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সোমবার বেলা ১১ টায় নিশানবাড়িয়া ইউনিয়নে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আ. লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইউনিয়ন আ. লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যড. মিলন বলেন, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনা প্রতিরোধে সকলে ঘরে থাকুন। খাবার পৌছে দেওয়া হবে।
পর্যায়ক্রমে মোরেলগঞ্জ-শরণখোলার ২০ টি ইউনিয়নের ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলেও এমপি জানান।