বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৭টার দিকে থানা পুলিশের একটি দল সুমন ওরফে সুইটি সুমন(৩৫) ও শিব্বির তালুকদার(৩২) নামে দুই যুবককে আটক করে। পুলিশ তাদের নিকট থেকে ১৬ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পেশাদার মাদক ব্যবসায়ীরা কিছু ইয়াবা নিয়ে খুচরা বিক্রয়ের জন্য বাজারে ঘুরছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি দল সাদা পোশাকে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। রাত ৭টার দিকে সুমন ওরফে সুইটি সুমন হাতনাতে ধরা পড়ে। পরে তার সহযোগী শিব্বিরকে আটক করা হয়।
সুইটি সুমন বর্তমান সময়ে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। পুলিশ ধীর্ঘদিন ধরেই তাকে খুজছিল। শিব্বির তালুকদারও পাইকারি বিক্রেতাদের একজন সহযোগী। গত ১৬ জুলাই সে ১৩ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক হয়েছিল বলেও ওসি জানান।
এ ঘটনার মাত্র দু’দিন পূর্বে (১৭ ডিসেম্বর রাতে) র্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা ৩৮৫ পিচ ইয়াবাসহ ভাষান্দল গ্রামের নাসির হাওলাদারকে আটক করেন।