1

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে চাপা দেওয়া চেষ্টা

খুলনায় মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় রজব আলী নামে এক ট্রাফিক সর্জেন্টকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এক চালক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে খুলনা জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মোটর সাইকেলসহ চালক ইসমাইলকে আটক করেছে পুলিশ। আটককৃত ইসমাইল খুলনার টুটপাড়া এলাকার শাহাজানের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সম্পত্তি বিভাগের কর্মচারী।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, জেলার পরিষদের সামনে সার্জেন্ট রজব আলী ডিউটিরত ছিল। দুপুরের দিকে কেসিসি কর্মচারী ইসমাইল মোটরসাইকেল চালিয়ে সিটি কর্পোরেশনের ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় সার্জন্টে তাকে গাড়ী থামাতে বলে। সে গাড়ী থামালে কাগজপত্র দেখতে চায় সার্জেন্ট। কিন্তু ইসমাইল কোন কাগজপত্র না দেখিয়ে গাড়ী চালিয়ে চলে যেতে চেষ্টা করে। এ সময় সার্জেন্ট তার গাড়ীর পিছনে ধরে থামানোর চেষ্টা করে। কিন্তু সে গাড়ী না থামিয়ে সার্জেন্টকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এঘটনায় ইসমাইলকে আটক করা হয়েছে।