বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ ও ওই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ধর্ষক নয়ন মন্ডলকে(২০) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এর আগে ধর্ষণের শিকার যুবতীর পিতা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা করেন। ধর্ষক নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের দিনমজুর সুশান্ত মন্ডলের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী মেয়েকে (১৮) গত ১৪ ফেব্রæয়ারী সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল। পরে এ ঘটনা কেউকে না বলতে ধর্ষক নয়ন ওই প্রতিবন্ধী যুবতীকে হুমকি এবং ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে ওই যুবতী তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরে তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা বিচারের আশ্বাস দেন। এক পর্যায়ে ধর্ষক নয়ন মন্ডল ধর্ষনের ভিডিওটি সামাজিক যোগাযোগ ফেজবুকের মাধ্যম ছড়িয়ে দেয়। আবশেষে বিচারের চেয়ে এক মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেলে তারা কোন না পাওয়ায় ১৯ মার্চ রাতে মোংলা থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার যুবতীর পিতা সুশান্ত মন্ডল। পরে রাতভর বিভিন্ন জায়গা অভিযান চালানোর এক পর্যায়ে গভীর রাতে ধর্ষক নয়নকে তার নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ।