1

মোংলায় বাজার ব্যবসায়ীদের উদ্যোগে শোক সভা

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, `জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাঙালির মুক্তির সনদ “ছয়দফা”ঘোষনা  ঘোষনা করেন তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ও তার অনুসারীরা বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে অাগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন। একে একে বঙ্গবন্ধুর নামে ২৩টি মিথ্যা মামলা দেওয়া হয়।তাকে ঘন ঘন জেলে নেওয়া হয়েছে। মার্শাল কোর্ট বসিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে রুখে দিতে পারেনি।’

বুধবার বিকাল ৩ টায় মোংলা ব্যবসায়ী এ্যাসোসিয়েশন ও বাজারের সকল ব্যবসায়ীদেন  উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুর রহমান, ইব্রাহিম হোসেন, আব্দুস সালাম মোল্লা, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমূখ।

শোকসভায় আরো উপস্থিত ছিলেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন, মহিলালীগ নেত্রী সরবরিয়া ফারুক, জাহানারা খাতুন চানু,যুবলীগ নেতা শেখ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবকলীগেরর সভাপতি মিজান তালুকদার, ছাত্রলীগ নেতা কাজী রানা, শাহারুখ বাপ্পী, পারভেজ খান প্রমূখ।