“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানকে ধারণ করে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার সকাল ১১ টায় থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান,মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, বাগেরহাট জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি হুসাইন মোহাম্মদ দুলাল, সাধারন সম্পাদক হাসান গাজী, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন মন্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক এবং পুলিশের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরাও এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, বর্তমান সরকার পুলিশ বাহিনীর মান উন্নয়নে অনেক ভূমিকা রাখছেন এবং বাংলাদেশ পুলিশ বিশ্ব শান্তি রক্ষা মিশনে অংশগ্রহন করে সাফল্য অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের পুলিশ বাহিনী ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তারা আরো বলেন, পুলিশ বাহিনী ও জনগনের মধ্যে দুরত্ব কমাতে এবং পুলিশের সাথে জনতার সুসম্পর্ক তৈরি করতে যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। এছাড়াও সন্ধ্যায় পুলিশ পরিবারের সদস্যদের অংশগ্রহনে থানা চত্বরে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।