1

মালালার সঙ্গে ছবি তুলে বিপাকে কানাডার মন্ত্রী

শিক্ষা নিয়ে আন্দোলন করা পাকিস্তানের নোবেল জয়ী মালালা ইউসাফজাইর সঙ্গে ছবি তুলে ব্যাপক সমালোচিত হচ্ছেন কানাডার কিউবেক রাজ্যের শিক্ষামন্ত্রী জেন ফ্রাঙ্কোইস রবার্জ।

মাথায় কাপড় দেয়া মালালার সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিপাকে পড়েন ওই মন্ত্রী।

সম্প্রতি রাজ্যটিতে একটি নতুন আইন পাশ হয়। এতে বলা হয়েছে- স্কার্ফসহ কোন ধরনের ধর্মীয় পোশাক পড়ে শিক্ষকতাসহ কোন সরকারি কাজ করা যাবে না।

উল্লেখ্য, তালেবানদের হুমকি উপেক্ষা করে স্কুলে যাওয়ার পথে ২০১২ সালে জঙ্গিগোষ্ঠীর হামলার শিকার হন মালালা। তখন থেকেই তার শিক্ষা নিয়ে আন্দোলনের কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।