শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন




মানে-সালাহ-চেম্বারলিন ঝলকে লিভারপুলের গোল উৎসব

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

যেকোনো প্রতিযোগিতায় এই প্রথম লিভারপুলের মুখোমুখি হয়েছিল অখ্যাত জেঙ্ক। প্রথম সাক্ষাতটা পুঁচকে দলটির জন্য সুখকর হলো না। বেলজিয়ামের ক্লাবটি ঘরের মাঠে সালাহ-মানেদের সামনে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

ক্রিস্টাল অ্যারেনায় খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ডান দিকে থাকা অক্সলেড- চেম্বারলিনের দিকে বাড়িয়ে দেন ফ্যাবিনহো। নিজেকে সামলে নিয়ে দারুণ ক্ষিপ্রতায় বল জড়িয়ে দেন ইংলিশ মিডফিল্ডার। কিছুক্ষণ পরেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জেঙ্ক। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
গোল খেয়ে বার কয়েক আক্রমণ শানালেও ক্রমেই জেঙ্কের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে থাকে ইউর্গেন ক্লপের দল। প্রথমার্ধের শেষ ভাগে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করেন মানে-সালাহ-মিলনাররা। দ্বিতীয়ার্ধে খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৫৭তম মিনিটে রবার্তো ফিরমিনোর বাঁকানো পাস ধরে দারুণ লফট শটে বল জালে জড়িয়ে দেন অক্সলেড-চেম্বারলিন।

খেলার শেষ ভাগে দুই গোলে এগিয়ে যাওয়া লিভারপুলের গোল উৎসবে যোগ দেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। প্রথমে সালাহ’র পাসে পারফেক্ট ফিনিশিং দেন মানে। মিনিট পনেরো পর সেনেগালিজ ফরোয়ার্ডের বাড়ানো পাসে প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেদ করেন মিশরীয় ফরোয়ার্ড। অবশ্য চতুর্থ গোল হজম করার ১ মিনিট পরেই এক গোল শোধ করেন জেঙ্কের স্ট্রাইকার স্টিভেন ওডে। ওই পর্যন্তই।

শেষ পর্যন্ত বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লেও গ্রুপ ‘ই’র শীর্ষস্থান লিভারপুলের দখলে নেই। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে জায়গাটি নাপোলির দখলে। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765