1

মানুষের মস্তিষ্কে যুক্ত হবে কম্পিউটার!

প্রযুক্তি বিশ্বে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন এলন মাস্ক। মঙ্গল গ্রহে বসতি স্থাপন, উচ্চগতির হাইপারলুপ যোগাযোগ কিংবা স্বয়ংক্রিয় যান চলাচল প্রযুক্তির মতো ভবিষ্যৎ ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প নিয়ে কাজের জন্য ব্যাপক পরিচিত মাস্ক। তাঁর এসব উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের সঙ্গে আরও একটি উদ্যোগ যুক্ত হয়েছে। আর তা হলো মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের যোগাযোগ স্থাপন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে এই কাজের জন্য ‘নিউরালিঙ্ক’ নামের একটি কোম্পানি গড়েছেন মাস্ক। কম্পিউটারের সঙ্গে মানুষের মস্তিষ্কের সংযোগ স্থাপনে কাজ করছে নিউরালিঙ্ক। কোম্পানিটি এই কাজে কিছু দৃশ্যমান উন্নতিও করেছে। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠান আয়োজন করেছে তারা। সেখানেই তাদের সাম্প্রতিক কাজ সম্পর্কে জানানো হবে।