শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন




মতিঝিলে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর মতিঝিলে ১০ লাখ টাকা ছিনতাইচেষ্টার ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে। এতে পুলিশ কনস্টেবল আল মামুনসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামির একজনের নাম জিতু, তবে আরেকজন অজ্ঞাতনামা। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মতিঝিল থানায় ঘটনার শিকার আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা বলেন, টাকা ছিনতাইয়ের সময় জনতার রোষানলে পড়া পুলিশ কনস্টেবল মামুন পাওনা টাকা তুলে দেওয়ার কথা বললেও প্রাথমিক তদন্তে এর কোনো সত্যতা মেলেনি। মামুন, জিতুসহ মোট তিনজন ছিনতাইয়ের উদ্দেশ্যেই টাকার ব্যাগ টান দেন। এতে বাধা দিলে পুলিশের হ্যান্ডকাপ দিয়ে বাদীর মাথায় আঘাত করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেলে মতিঝিল এলাকার এনআরবিসি ব্যাংক থেকে ব্যবসায়ী আবুল কালাম ১০ লাখ টাকা তুলে বের হন। এরপর ব্যাংকের সামনে থেকে তাঁকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে নেন কনস্টেবল মামুন ও জিতু। মামুন মোটরসাইকেল চালাতে থাকেন। আর কালামকে মাঝখানে রেখে পেছনে বসেন জিতু। মামুন মোটরসাইকেল নিয়ে আরামবাগে মোহামেডান ক্লাবের কাছ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে জিতু ব্যাগটি টানতে শুরু করেন। এ সময় আশপাশে লোকজন দেখে কালাম ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় জিতু পেছন থেকে কালামের মাথায় আঘাত করে পালিয়ে যান। এরপর পথচারীরা মামুনকে পেটাতে শুরু করে। এ সময় সিভিল ড্রেসে থাকা মামুন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম। তারা আহত কালাম ও মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং কালামের কাছে থাকা টাকার ব্যাগ নিজেদের হেফাজতে নেয়।

জানতে চাইলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, কনস্টেবল আল মামুন প্রাথমিকভাবে জানান যে তাঁর এক বন্ধু আবুল কালামের কাছে সাড়ে তিন লাখ টাকা পান। সেই টাকা কালাম দিচ্ছেন না। এ কারণে বন্ধু জিতুকে নিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। অবশ্য পরে তাঁদের বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইচেষ্টার ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। আবুল কালাম এ ঘটনায় থানায় ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামুন বন্ধুর টাকা উদ্ধারের কথা বলার পর তাঁর (মামুন) বন্ধুকে থানায় ডেকে আনতে বলা হয়। মামুন তাঁর বন্ধুকে ফোন করেন। সেই বন্ধু মতিঝিল থানায় আসবেন বলে জানালেও বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আসেননি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ থেকে পুলিশ কর্মকর্তারা ধারণা করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যেই আবুল কালামকে তাঁরা জোর করে মোটরসাইকেলে তুলে নিয়েছিলেন। বাকি সব সাজানো নাটক। পরে গতকাল রাতে জিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবুল কালাম জানান, তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করেন। আর কনস্টেবল মামুন জিতু নামে যে বন্ধুর নাম বলছেন সেই নামে তিনি কাউকে চেনেন না। কেউ তাঁর কাছে টাকাও পায় না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765