মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন




ভোলার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোলার ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে। ইতিমধ্যে ৩ জনকে গেপ্তার করা হয়েছে। তবে আমাদের প্রধান উদ্দেশ্য ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। সেজন্য তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি-অনিয়ম যার বিরুদ্ধে পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা হবে। তার কোনো দল বা আদর্শ নেই। তাকে অপরাধী হিসেবেই শনাক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটনের আন্তর্জাতিক বিজনেস ইউনিটের সভাপতি এডওয়ার্ড কিম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765