যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১৭০ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ গোপাল সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করছে বিজিবি।
বৃহস্পতিবার দৌলতপুর গ্রামের মাঠের মধ্যে সীমান্ত পিলার এর কাছ থেকে ২১বিজিবি’র বর্ডারগাড সদস্যরা তাকে আটক করে। আটককৃত গোপাল সরকার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে সোনার বারসহ আটক করা হয়। আটককৃত আসামিকে সোনার বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।