1

বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি: কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি সরকারের বিমাতা সূলভ আচরনের কারনে মোংলা বন্দরের কোন উন্নয়ন হয়নি। বিদ্যুৎ উৎপাদনের নামে তারেক রহমান ও তার বন্ধু মামুন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তিনি আরো বলেন, মোংলা বন্দরে ইপিজেড চালু করার কারনে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এক সময়ের কাঁচা রাস্তা আজ পাকা রাস্তা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদৃষ্টির কারনে দেশের সর্বত্র চলছে উন্নয়নের জোয়ার। শনিবার (৬ জুলাই) দুপুরে মোংলা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত একাদশ শ্রেনীর নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালুকদার খালেক আরো বলেন, মংলায় ২০৫ একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হয়েছে। এছাড়াও ২৭ টি এলপিজি প্লান্ট স্থাপন করা হয়েছে। ৯ টি বর্তমানে চালু আছে। বাকীগুলো অচিরেই চালু হয়ে যাবে। শেখ হাসিনা সরকারের এসব উন্নয়নের সুফল পাচ্ছে মেংলার জনগন।
মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে সুনাগরিক হয়ে তোমরাই দেশের সেবা করবে। লেখা পড়ার পাশাপাশি তোমাদের সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুস সালাম, মোংলা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি হুসাইন মোহাম্মদ দুলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক, পেশাজীবিসহ কলেজের নবাগত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।