1

বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাবশালী কর্তৃক শহরের থোনা রোডে অবস্থিত পৗর প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে মানববন্ধন পালন করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টা থেকে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ৩শতাধিক ক্ষুদে শিক্ষার্থীসহ অভিভাবক মন্ডলী, শিক্ষক-শিক্ষিকা, পৌর কাউন্সিলর ও পৌর কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর সভার প্যানেল মেয়র আব্দুস সালাম, পৌর সভার হিসাব রক্ষক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আখতার হোসেন, অভিভাবক আনিছুজ্জামান রবিন, স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান সরকার প্রমূখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, গণপুর্ত রংপুর ০.১৭ একর জমি ‘পৗর প্রাথমিক বিদ্যালয় লালমনিরহাট’ নামে বরাদ্দ দেয়। ওই স্কুলে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অধ্যায়ন করছে। অজ্ঞাত কারনে ২০১৭সালের ডিসেম্বর মাসে স্কুলের জমির রাস্তা সংলগ্ন কিছু অংশ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, গণপুর্ত লালমনিরহাট ব্যক্তি মালিক স্থানীয় ‘শ্রী দুলাল চন্দ্র কর্মকার’ নামে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীকে নতুন করে বরাদ্দ দেয়। সেই থেকে শুরু হয় জটিলতা। বর্তমানে একই জমির দাবীদার দুই পক্ষই শক্ত অবস্থানে রয়েছে। ফলে প্রায় দুই বছর থেকে জায়গাটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।