ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার আগে-পরে বিদেশে পালিয়ে যাওয়া বিতর্কিতদের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।
সোমবার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দুদক সচিব বলেন, বিদেশে পালিয়ে যাওয়া বিতর্কিত ব্যক্তিদের তথ্যপ্রমাণ ও নথি সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে মামলা হবে। মামলার পর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পলাতকদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ, গেন্ডারিয়ার দুই আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াসহ কয়েকজন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ায় পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।