1

বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু আজ

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি ও গণআন্দোলন গড়ে তোলার প্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার থেকে বিভাগীয় মহাসমাবেশ শুরু করছে বিএনপি।

বরিশাল ঈদগাহ মাঠে আজ বেলা ৩টায় মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। আগামী ২০ জুলাই শনিবার চট্টগ্রামে এবং ২৫ জুলাই খুলনায় মহাসমাবেশ হবে। এরপর রাজশাহীতে হবে সমাবেশ। সর্বশেষ ঢাকায় একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলের নেতারা জানিয়েছেন, আজ বরিশালে মহাসমাবেশের অনুমতি নিয়ে সংশয়ে ছিলেন তারা। তবে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, দলের পক্ষ থেকে বরিশালের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশের স্থান বেলস পার্কে অনুমতি চাইলেও তা দেয়া হয়নি। টালবাহানা করা হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠের আঁটোসাঁটো জায়গায় সমাবেশ করতে বলেছে পুলিশ। একটি মহাসমাবেশের জন্য এই স্থান পর্যাপ্ত নয়। এদিকে বরিশালে অনুমতি লাভের কারণে চট্টগ্রাম ও খুলনায় অনুমতি পাবেন বলে সেখানকার নেতারা আশা করছেন। এক সপ্তাহ আগে অনুমতি চেয়ে আবেদন করলেও কোনো সাড়া দিচ্ছে না প্রশাসন।

বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তিন বিভাগে মহাসমাবেশের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর স্থানীয় বিএনপির দায়িত্বশীল প্রতিনিধি দল বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তবে সবখানেই কালক্ষেপণ করা হচ্ছে। টালবাহানা করা হচ্ছে। ফলে পোস্টার-লিফলেট-ব্যানার-মাইকিংসহ প্রচারণার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি আমরা।