1

বা‌গেরহা‌টে চিং‌ড়ি চাষী‌দের দুই‌দিনব‌্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু

বা‌গেরহা‌টে চিং‌ড়ির উন্নত চাষাবাদ কলা‌কৌশল ও আপদকালীন জরুরি ব‌্যবস্থাপনা শীর্ষক ২‌দিনব‌্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার সকা‌লে বা‌গেরহাট চিং‌ড়ি গ‌বেষনা কে‌ন্দ্রের সে‌মিনার ক‌ক্ষে চিং‌ড়ি চাষী‌দের এই প্র‌শিক্ষন কর্মশালার উ‌দ্বোধন ক‌রেন, চিং‌ড়ি গ‌বেষনা কে‌ন্দ্রের প্রধান বৈজ্ঞা‌নিক কর্মকর্তা ড. এ,এফ,এম শ‌ফিকুজ্জামান।

এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, উর্ধতন বৈজ্ঞা‌নিক কর্মকর্তা এইচ, এম রা‌কিবুল ইসলাম, মোল্লা এন এস মামুন সি‌দ্দিকী, মোসা: সাব‌রিনা খাতুন, ড. এ,এস,এম তান‌বিরুল হক, এসও মো: শ‌রিফুল ইসলাম প্রমুখ। চাষী‌দের চিং‌ড়ির রোগ এবং ক‌রোনা তথা আপদকালীন জরুরী ব‌্যবস্থাপনার বিষ‌য়ে হা‌তে কল‌মে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন কর্মশালায় সামা‌জিক দুরত্ত্ব মে‌নে জেলার ২৫ জন চিং‌ড়ি চা‌ষী অংশ নেন।