বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলার পোলঘাট সমিতি কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাখিলা খন্দকার।
পল্লী বিদ্যুৎ সমিতির সমিতি বোর্ডের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ ইমদাদুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, সমিতি বোর্ডের সচিব প্রদীপ গোলদার প্রমুখ।
বক্তারা বলেন, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতা ভুক্ত সকল এলাকাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এ লক্ষ পূরণে আলোর ফেরিওয়ালাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিদ্যুতের আবেদন, বিদ্যুৎ বিল পরিশোধসহ সকল সেবা অনলাইনে করা হয়েছে। দিন দিন সমিতির গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সাধারণ সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের সর্বোচ্চ ও নিয়মিত বিল দাতা গ্রাহকদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাট ও খুলনা জেলার ৯টি উপজেলার ৬১টি ইউনিয়ন ও ৮‘শ ৯৯টি গ্রামে বিদ্যুৎ সরবরাহের কাজ করে। এর মধ্যে ৮‘শ ৭০টি গ্রামে ২ লক্ষ ৯১ হাজার ৬‘শ ৭৩ জনকে গ্রাহক রয়েছে। এ সমিতির ৬ হাজার ৪‘শ ৩৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে। সমিতির আওতায় মোল্লাহাট, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলা ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।