1

বাগেরহাটে ১৭ দিনের নবজাতক চুরি, ৩ দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭ দিন বয়সী সানজিদা আক্তার সোহানা নামে চুরি যাওয়া এক নবজাতক লাশ ৩ দির পর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে পরিবারের সদস্যরা ওই বাড়ীর ভিতরে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারে সুরাতহাল করে। দুপুরে ময়না বাগেরহাট মর্গে তদন্তের পর বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এঘটনায় নিহত নবজাতকের দুই স্বজনকে হেফাজতে জিজ্ঞাসাবাদের করেছে পুলিশ। নবজাতক সোহানার লাশ পুকুরে ভাসতে দেখে মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঠাকুর দাস মন্ডল জানান, মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির ১৭ দিন বয়সী সানজিদা আক্তার সোহানা নামের নবজাতকটি রবিবার রাতে মা-বাবার মাঝখানে বিছানায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মা-বাবা জেগে দেখে শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। সাথে-সাথেই পুলিশকে খবর দেয়া হলে তারা নবজাতকটিকে উদ্ধারে অভিযান শুরু করে। এঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে জ্ঞাতদের নামে সোমবার মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে একটি অপহরন মামলা করেন। প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও জেলে সুজন খারে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীকে সন্দেহের তালিকায় রেখে শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রাখে। এই অবস্থার মধ্যে বুধবার ভোরে ওই বাড়ীর ভিতরের পুকুরে লাশ ভাসতে শিশুটির দাদা ডাক-চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধারের পর সুরাতহাল করেছে। এঘটনায় নিহত নবজাতকের দুই  স্বজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, পুলিশ নিহতের এই স্বজদের নাম-পরিচয় প্রকাশ করেনি। দুপুরে হতভাগ্য এই নবজাতকের লাশ বাগেরহাট হাসপাতাল মর্গে ময়না তদন্তের বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।