1

বাগেরহাটে ১৫ফুট দৈর্ঘ একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট জেলার শরণখোলার লোকালয় থেকে ১৫ ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার(১৮নভেম্বর) সকালে বনবিভাগের শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান,বুধবার সকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াথালী গ্রামের আজিজ শিকদারের বাড়ির গোয়াল ঘরে অজগরটি পাওয়া যায়।খ বর পেয়ে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রæপ অজগরটি উদ্ধার করে রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করেন। অজগরটির ওজনের ২০ কেজি, দৈর্ঘ্য ১৫ ফুট।

এ ব্যপারে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ধারনা করা হচ্ছে সুন্দরবনে অজগরসহ বন্যপ্রানীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে তা লোকালয়ে চলে আসছে।