1

বাগেরহাটে হরতালের কোন প্রভাব পড়েনি

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে। সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রোববার (০৭ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলে দুপুর ২টা পর্যন্ত। বাগেরহাটে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল-সমাবেশ হয়নি।
এদিকে, হরতাল চলাকালে বাগেরহাটে সকাল থেকেই ভারী যান চলাচল করেছে। স্বাভাবিক দিনের মতোই খুলেছে দোকানপাট, মার্কেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও অফিস-আদালতে উপস্থিতি স্বাভাবিক ছিল।
বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ এ বাকি তালুকদার বলেন, বাগেরহাটে হরতালের কোন প্রভাব পড়েনি। দুরপাল্লার ও অভ্যন্তরির রুটে বাস-মিনিবাস স্বাভাবিক ভাবে চলেছে।
হরতালে বাগেরহাট শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোর থেকে রাস্তায় পুলিশের টহল দেখা গেছে। হরতালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় ছিল আইন-শৃংঙ্খখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, হরতালের কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে। জীবনযাত্রা স্বাভাবিক ছিল।