1

বাগেরহাটে সরিষা চাষ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাটে ফকিরহাট বারি সরিষা-১৪ জাতের চাষ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে নওয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) কৃষিবিদ আব্দুল মান্নান।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারীসুল কবীর, বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার দাশ, আব্দুল আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির উন্নয়নে ব্যাপক কাজ করছে। সরকারের সেই উদ্যোগগুলি কাজে লাগিয়ে উৎপাদান বাড়াতে হবে।

ফকিরহাটের বিভিন্ন এলাকায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (জি.কে.বি.এস.পি) এর আওতায় বারি সরিষা-১৪ জাতের চাষ হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষানী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।