1

বাগেরহাটে শিশু একাডেমির মৌসুমী প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাগেরহাটে শিশু একাডেমির আয়োজনে জেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগীতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শিশুদের দলগত পরিবেশনায় সমবেত দেশত্ববোধক জারিগান, উপস্থিত বিতর্ক, দেয়ালিকা, দলীয় অভিনয়, লোক নৃত্য ও জ্ঞান জিজ্ঞাসার এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে এদিন দুপুরে শিশু একাডেমি মিলানায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বাগেরহাট জেলা শিশু কর্মকর্তা মো. আসাদুর রহমানে সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নির্বাহী ম্যাজিট্রেট মো: শাজাহান, বাগেরহাট সদর উপাজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম, শিক্ষাবীদ মুখার্জী রবিন্দ্র নাথ, সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, পল্লী বাংলার সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

প্রতিযোগীতায় দেশত্ববোধক জারিগানে মোংলা উপজেলা, উপস্থিত বিতর্কে কচুয়া উপজেলা, দেয়ালিকায় মোংলা উপজেলা, মোংলা নৃত্যে মোংলা উপজেলা, দলীয় অভিনয়ে মোংলা উপজেলা ও জ্ঞান জিজ্ঞাসায় সদর উপজেলা প্রথম স্থান অধিকার করে।
এই দলগুলো আগামী ১১ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে বলে আয়োজকরা জানান।