বাগেরহাটে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার রাতে শহরের হরিসভা মন্দির প্রাঙ্গনে এ শাড়ী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থ্যদের মাঝে শাড়ী বিতরণ করেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও তাঁতী লীগের জেলা সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা প্রমুখ।
বক্তারা বলেন, জেলা পূজা উদ্যাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। সকলের সহযোগীতায় প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ করা হয়। এই ধারা অব্যহত রাখা হবে বলে তারা উল্লেখ করেন।