বাগেরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাসের সংক্রমন রোধে ঘরে থাকা অসহায় কর্মহীন এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। বুধবার সকালে শহরের ভিআইপি মোড় এলাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলুর আর্থিক সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতারন করা হয়। এ সময় ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, শামিম বেগ, মাওলানা জাহিদুল ইসলাম, আসাফুদৌলা জুয়েল, মোঃ সোহেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্যাকেটে করে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার, ঔধুষ, মাস্ক, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী গাড়িতে করে বাগেরহাট সদর উপজেলা এবং বাগেরহাট পৌরসভার খারদ্বার, ষ্টেডিয়াম, ডেমা, দশানী, রহিমাবাদ, কান্দাপাড়া, দেপাড়া, মুলঘর, বেশরগাতী, বাদোখালী, পারনোয়াপাড়া, বিষ্ণপুরসহ বিভিন্ন এলাকার মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।
এরআগেও লতিফ মাস্টার ফাউন্ডেশন পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সহয়তা অব্যহত থাকবে বলে সংস্থাটির কর্মকর্তারা জানান।