1

বাগেরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রশিক্ষন

বাগেরহাটে দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহযোগীতায় ও বেসরকারী মানব উন্নয়ন সংস্থা বাঁধনের উদ্যোগে দু’দিন ব্যাপি যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১১ ও ১২ জুন) দিনব্যাপি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন।

দু’দিন ব্যাপি এ প্রশিক্ষনে বাগেরহাট সদর ও ফকিরহাটে বাঁধনের ইয়ূথ গ্রুপের ২৫ জন করে ৫০ জন অংশ গ্রহন করেন। প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন এফোরআই প্রজেক্টের পিসি মুসফিকুর রহমান, একশন এইডের ইন্সপাইরেটর আসমা-উল-হুসনা, পিও জয়নাল সরদার, মামুন আহমেদ, ইয়ূথ গ্রæপের সদস্য লাভলি খাতুন, রাজিবুল ইসলাম, ইলা আক্তার। দু’দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, এইচ আইভি ও কৈশরকালীন পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দেয়া হয়।