1

বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু

বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু হয়েছে। বুধবার সকালে কলেজের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর খান আবুবকর সিদ্দীক, কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, শিক্ষানুরাগী তুষার কান্তি দাস প্রমুখ।

 

বক্তরা বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়।

যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উৎসবমূখর পরিবেশে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।