1

বাগেরহাটে মহিলা শ্রমিক লীগের আঞ্চলিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে মহিলা মহিলা শ্রমিক লীগের আঞ্চলিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দক্ষিনাঞ্চলের ৪ জেলা খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও পিরোজপুর জেলার সমন্বয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি বীর মক্তিযোদ্ধা রওশন জাহান সাথী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শামসুর নাহার ভুইয়া এমপি।

মহিলা শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি আবেদা সুলতানার সভাপতিত্বে ও মহিলা শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সভাপতি মনিরা সুলতানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবুবক্কর সিদ্দিক, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরি সভাপতি সুরাইয়া আক্তার, ত্রান ও পূর্নবাসন সম্পাদক প্রমিলা পোদ্দার, মহিলা শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা আহবায়ক শিউলি আক্তার, মহিলা শ্রমিক লীগের পিরোজপুর জেলা আহবায়ক হুমায়রা আক্তারসহ প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া গার্মেন্স শ্রমিকের মুজুরী ১৬শ ৮০ টাকা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বর্তমানে সর্বনিম্ন মুজুরী করেছে ৮ হাজার টাকা। তাই এই দেশের মেহনতি মানুষ সব সময় শেখ হাসিনার পাশে আছে। এদেশের অর্ধেকেরও বেশি নারী ভোটার আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।