1

বাগেরহাটে বিয়ের আসরেই ভ্রাম্যমান আদালতের অভিযান : বরকে ২ মাসের কারাদন্ড

বাগেরহাটের ফকিরহাটে বাল্যবিবাহের অভিযোগে বিয়ের আসরেই ভ্রাম্যমান আদালত বসিয়ে বর সাদ্দাম হোসেন (২৬) কে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলা সৈয়দ মহল্লা গ্রামের মোঃ রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা এলাকার তাহাজ্জুল শেখের ছেলে।
এলাকাবাসি জানান, শুক্রবার দুপুরে বর মোঃ সাদ্দাম হোসেনের সাথে মূলঘরের সৈয়দ মহল্লা গ্রামের মোঃ রফিকুল ইসলামের কিশোরী কন্যা ময়না খাতুনের বিবাহের দিন ধার্য ছিল। সে অনুয়ায়ী বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে কন্যা পক্ষ। যথা সময়ে বরযাত্রীও আসে। এসময় গোপনে সংবাদ পেয়ে কনের বাড়ীতে উপস্থিত হয় ভ্রাম্যমান আদালতের একটি দল। এরপর ভ্রাম্যমান আদালতের বিচারক ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা বিয়ের আসরেই বর সাদ্দাম হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।