বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে শিশূদের বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট শিশু একাডেমির আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা এবং বিকালে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সেমিনার কক্ষে দেশত্ববোধক সংগীত, আবৃতি, সাংকৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠনের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাবেক ভাইচ চেয়ারম্যান এ্যাড. পারভীন আহম্মেদ, জেলা শিশূ কর্মকর্তা শেখ আসাদুর রহমান, সহকারী কমিশনার ( শিক্ষা) ফাতেমাতুজ্জোহরা, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সম্পাদক আজমল হোসেন প্রমুখ।
প্রতিযোগীতায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।