1

বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে উদ্যেক্তা মেলা

বাগেরহাটে বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে উদ্যেক্তা মেলা ও মিটআপ অনুষ্ঠিত হয়েছে।বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় নির্মানাধীন আলাপন রেস্টুরেন্টে এই উদ্যেক্তা মেলা ও মিটআপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট বিসিকের উপ-ব্যবস্থাপন শরিফ সরদার।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের বাগেরহাট জেলা এম্বাসেডর দেবাশিষ দে প্রিতম, শেখ আল আমিন, ইডিয়া কান্ট্রি এম্বাসেডর জাহিদ জুমান, উদ্যেক্তা রেশমা আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন, চাকুরীর পিছনে না ছুটে যারা উদ্যেক্তা হয়েছে এক সময় তারা হাজার হাজার মানুষকে চাকুরী দিয়েছে। আজ যারা সল্প পরিসরে শুরু করেছে তার এক সময় বড় বড় শিল্প উদ্যেক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। সরকারের সহযোগীতা নিয়ে জীবন বদলে দেয়ার আহবান জানান তারা।

 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) সহযোগীতায় নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের বাগেরহাট টিম টাইগার্সের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে উদ্যেক্তারা তাদের উৎপাদিত পণ্য এনে প্রদর্শন করেন।