মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সরকারি পিসি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বেলুন উড়িয়ে বাগেরহাট জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
এ সময় বাগেরহাট সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, প্রফেসর ক্যাপ্টেন মোঃ শাহ আলম ফরাজী, সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দিন, প্লাটুন কমান্ডার মোঃ সাইফুর রহমান ফারুকীসহ বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে কলেজ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। র্যালী থেকে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে মশা নিধন স্প্রে করেন বিএনসিসি সদস্যরা।
শনিবার শুরু হওয়া এই সেবা সপ্তাহের কর্মসূচি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।