1

বাগেরহাটে বাঁধাকপি চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাটে বিষমুক্ত নিরাপদ সব্জি বাঁধাাকপি চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মশিদপুর এলাকায় জি.কে.বি.এস.পি প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর এই কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক।

 

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত দেবনাথ, মাহফুজা খাতুন, ইউপি সদস্য আঃ রহমান শেখ প্রমুখ।

বক্তারা বলেন, বিষমুক্ত নিরাপদ সব্জি এখন সময়ের দাবী। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিষমুক্ত সব্জি উৎপানের চাষীদের এগিয়ে আসার আহবান জানান তারা।

কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে মশিদপুর এলাকার কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।