1

বাগেরহাটে বজ্রপাত ঠেকাতে তাল বীজ রোপন

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে বাগেরহাটের ফকিরহাটে গ্রামীণ রাস্তার পাশে দুই কিলোমিটার অংশ জুড়ে তাল বীজ রোপন করা হচ্ছে। কৃষি বিভাগের বিশেষ কর্মসূচীর আওতায় ফকিরহাট কৃষি অফিসের আয়োজনে সোমবার সকালে ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগা এলাকায় কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (আইন অধিশাখা) মোঃ মশিউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল প্রমুখ। এসময় এলাকার কৃষক-কৃষানী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিবৃন্দ অর্গানিক বেতাগার বিভিন্ন ফসলের ক্ষেত, বিষমুক্ত পদ্ধতিতে ফসল চাষ, জৈব বালাইনাশক ব্যবস্থা, লখপুর এলাকায় ভাষমান বেডে সব্জি চাষ এবং ব্রিধান ৭৮ এর খামার পরিদর্শন করেন।