1

বাগেরহাটে ফলদ বৃক্ষমেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

“পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬আগস্ট) সকালে বাগেরহাট কৃষি সম্প্রসারন অভিদপ্তরের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মোজাম্মেল হোসেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারন অভিদপ্তরের উপপরিচালক মোঃ আফতাব উদ্দিন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়ের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃব্য দেন, বাগেরহাট সরকারী পিসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম ফরাজী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ইয়ামিন কবির, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, দশানী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডাঃ কমলেশ চন্দ্র পাল প্রমুখ।

বক্তারা, বিষযুক্ত বিদেশী ফলের উপর নির্ভর না করে বিষমুক্ত দেশী ফল খাওয়া এবং চাষ করার উপর বিশেষ আলোচনা করেন। তাছাড়া দেশীয় ফলের পুস্টিগুন, রোগীদের দেশী ফল সরবরাহ এবং শরির সুস্থ্য রাখতে দেশী ফল খাওয়ার উপর গুরুত্তারোপ করেন।
সেমিনারে বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে কৃষি কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বাগেরহাট কৃষি সম্প্রসারন অভিদপ্তরের উদ্যোগে ১৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সাত শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।