বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডিপ্লোমা কৃষিবিদরা র্যালী ও আলোচনা সভা করেছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট কৃষি সম্প্রসরন অধিদপ্তরের সামনের থেকে একটি বর্ণাঢ্য র্যালী রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কৃষি সম্প্রসরন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশনের বাগেরহাট জেলা শাখার সভাপতি মো: মেজবাহ আহম্মেদ, সহ-সভাপতি পরিমল কুমার মন্ডল, কোষাদক্ষ মোঃ আল-মামুন প্রমুখ।
বক্তরা বলেন, কৃষি সম্প্রসরণ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদধারীদেরকে প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৩ অক্টোবর ১১তম গ্রেড হতে ১০ম গ্রেড সেল্ফ ড্রয়িং অফিসার ঘোষনা বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে ধরে রাখতে সারা দেশে ২৩ অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়ে আসছে। এই দিবসটি যথাযত ভাবে পালনের জন্য বাগেরহাটে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ২৩ অক্টোবর ৯টি উপজেলায় একযোগে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন হবে।