বাগেরহাটে এবার বিত্তবান গ্রামবাসি সম্মিলিত ভাবে প্রতিবেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। সকালে বাগেরহাট শহরতলীর চরগ্রাম ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন গ্রামবাসির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্যে শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ইব্রাহিম মোল্লা, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, খুলনা আজমখান কমার্স কলেজের ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক এস এম জাহাঙ্গীর হোসেন, শেখ হাফিজুর রহমান মুক্ত, মাসুদ রানা, রাজ্জাক মোল্লা, রুহুল আমীন বাবু প্রমুখ।
প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, কালজিরা ও মধু দেয়া হয়।