1

বাগেরহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে করোনা দুর্যোগকালে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবিতে সংগঠনের পক্ষ থেকে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো: আবু জাফর মোল্লা (বিপু) সাধারণ সম্পাদক মো: ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ শরীফ মাসুদুল করিম, পলাশ দাস, ফরহাদ হোসেন, মাসুদুর রহমান প্রমুখ।


সংগঠনের নেতারা বলেন, করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পুস্তক বিক্রেতারা। তারা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। অনেকেই ঋণের বোঝা বাড়তে থাকায় দু:চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই এই সংকটময় মুহুর্তে সরকারের উচিৎ পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের পাশে দাড়ানো। ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা দাবী জানান তারা।