বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাগেরহাট জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮টি পদে দুটি প্যানেলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ভোট গ্রহণ শেষে ফলাফলে সভাপতি পদে মোঃ আবু জাফর মোল্লা বিপু ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আবু নাইম পেয়েছে ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরুল কায়েস পেয়েছেন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বনি আমিন পেয়েছেন ৪১ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান শাহিন, সহ-সভাপতি পদে নির্বাচিত ৪ জন হলেন মাওলানা মোঃ এমদাদুল হক, তাপস বাড়ই, মোঃ ছগির হোসেন ও মাওলানা লুৎফর রহমান। অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন শেখ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ৪জন হলেন- মোঃ আবুল বাশার, মোঃ মহিবুল্লা, কে এম নাজির, মেজবা উদ্দিন শিকদার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শরিফ মাসুদুল করিম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত ৫জন হলেন- মাওলানা মোঃ কাওসার, মোঃ খায়রুল আলম, মোঃ আব্দুর রহিম, শহিদুল ইসলাম, মোঃ ফরাদ হোসেন। নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী নির্বাচন কমিশন চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। তিনি জানান, নির্বাচনে ৯৩ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রদান করেন। এর মধ্যে ৯১টি বৈধ ভোট ও ২টি ভোট বিনষ্ট হয়েছে।