1

বাগেরহাটে পরিচ্ছনতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা

বাগেরহাটে বিএনসি মাধ্যমিক বিদ্যালয়ে “দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ পালন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান।
বিএনসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী মোঃ মুরাদ হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য গৌতম কুমার দাস, চিত্তরঞ্জন মন্ডল, হাবিল হওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলকাবাসি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে লেখা-পড়ার পাশাপশি ছোট বেলা থেকেই পরিস্কার পরিচ্ছন্ন হয়ে বেড়ে উঠতে হবে। তাহলে সে দেশের আদর্শ নাগরিক হতে পারবে।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।