বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বারুইপাড়া ইউপি চেয়ারম্যান মোড়ল সরেয়ার হোসেন, ফারুক মল্লিক প্রমুখ।
সমাবেশে বক্তারা, বয়ো:সন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহ ও যৌন হয়রানী রোধ, মাদক ও জঙ্গীবাদ এবং টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বিষয়ে আলোচনা করেন।